
সেবা ডেস্ক: ঝালকাঠির রাজাপুর উপজেলার কথিত জিনের রাণী আছিয়া খাতুন ও তার বাবা মন্নাফ সিকদার এবং ভাই কাওসার সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে গ্রেফতারদের ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে জিনের ভয় দেখিয়ে ৪ লাখ ২০ হাজার টাকা ও সাড়ে ১১ ভরি সোনা হাতিয়ে নেয়ার অভিযোগ আনা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে রাজাপুরের মনোহরপুর গ্রামের সাবেক স্কুল শিক্ষক মোকসেদ আলীর স্ত্রী আম্বিয়া খাতুন বাদি হয়ে ৫ জনের নামে রাজাপুর থানায় একটি মামলা করে। রাতেই ৩ আসামিকে গ্রেফতার করে পুলিশ। অপর আসামি ফরিদ সিকদার ও ইব্রাহিম জ্বিনের রাণী আছিয়া খাতুনের ভাই।
মামলা সূত্রে জানা গেছে, মামলার ১ নম্বর আসামি আছিয়া খাতুন নিজেকে কোরআনে হাফেজ দাবি করে বাবা মন্নাফের বাড়িতে এলাকার মহিলাদের নিয়ে কয়েক বছর ধরে তালিমের মাধ্যমে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। ধীরে ধীরে তার কাছে জ্বিন আছে বলে অনেকের মধ্যে অন্ধ বিশ্বাস স্থাপন করেন। এর মাধ্যমে নানা অজুহাতে টাকা ও সোনা হাতিয়ে নিতে শুরু করেন।
সে সময় মামলার বাদি আম্বিয়া খাতুনকে বিভিন্নভাবে জিনের ভয়ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন সময় জিনের রাণী আছিয়া খাতুন ৪ লাখ ২০ হাজার টাকা এবং সাড়ে ১১ ভরি সোনার গহনা হাতিয়ে নেয়।
ভুক্তভোগী আম্বিয়া খাতুনের ছেলে অভিযোগ করে বলেন, তার মা আম্বিয়া খাতুন সহজ সরল হওয়ায় বিভিন্নভাবে জিনের ভয়ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে আসামি আছিয়া খাতুন ৪ লাখ ২০ হাজার টাকা এবং সাড়ে ১১ ভরি সোনার গহনা হাতিয়ে নিয়েছে। এছাড়া জিনের মাধ্যমে পাগল করে রাস্তায় ঘুরানো এবং খুন-জখমের হুমকিও দিয়েছে। এভাবে এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকেও টাকা ও সোনার গহনা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। কিন্তু জ্বিনের ভয়ে কেউই মুখ খুলছেন না।
তবে জিনের রাণী আছিয়া খাতুনের ভাই মামলার ৪ নম্বর আসামি ফরিদ সিকদার দাবি করেন, প্রতিপক্ষের কাছ থেকে সুদে নেয়া ২০ হাজার টাকা লাভসহ ফেরৎ দেয়া হয়েছে। তালিমে কোরআন না পরানোয় ক্ষিপ্ত হয়ে পূর্ব শক্রতা ও পারিবারিক বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে পরিবারের ৫ সদস্যকে হয়রানি করা হচ্ছে।
রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন বলেন, মামলার ৩ আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।