
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা ৩ জানুয়ারি বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। দাগি যুবসমাজ এর আয়োজন করে।
দাগি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলাধুলার মধ্যে ছিল মোরগযুদ্ধ, পাতিলভাঙ্গা, হাই জাম্প, লং জাম্প, দৌড়, তৈলাক্ত কলার গাছের ডগায় উঠা এবং মহিলাদের জন্য কানামাছি, সুঁইসুতা, বালিশ খেলা, চেয়ার খেলা। খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলহাজ আব্দুল কদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বক্তব্য রাখেন-বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা মো. শাহ্ জামাল, মাও. নজরুল ইসলাম, মজনু মেম্বার, শাহজাহান আলী দফাদার, মাহবুবুর রহমান বিজিবি, মমিনুল ইসলাম, এরশাদুজ্জামান প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।