
সেবা ডেস্ক: ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ স্লোগান নিয়ে টাঙ্গাইল জেলার কালিহাতীর খিলদা উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী সাধু সম্মেলন ও লালন মেলা গত সোমবার (৬ জানুয়ারি) রাতে সম্পন্ন হয়েছে।
কেন্দ্রীয় সাধু সংঘের আয়োজনে তিন দিনব্যাপী সাধু সম্মেলন ও লালন মেলার শেষ দিনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক মনছুরুল আলম হীরা।
প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) শফিকুল ইসলাম।
কেন্দ্রীয় সাধু সংঘের সভাপতি হরি মোহন পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বিকম, সহকারী পুলিশ সুপার(কালিহাতী সার্কেল) রাসেল মনির, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, কেন্দ্রীয় সাধূ সংঘের সাধারণ সম্পাদক রেজাউল করিম তালুকদার।
সাধু সম্মেলন ও লালন মেলায় রাতভর সংগীত পরিবেশন করেন, কুষ্টিয়া থেকে আগত বাউল শিল্পী সমির বাউল, রাজ্জাক বাউল ও তাদের দল।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।