
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শনিবার শেরপুর জেলা সদর হাসপাতালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শিশুদের ভিটামিন এ খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে জেলায় ৬-১১ মাস বয়সী ২২ হাজার ২০১ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৭৯ হাজার ৫৮৫ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলসহ মোট ২ লাখ ১ হাজার ৭৮৬ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। জেলায় ১ হাজার ৩৫৪ টি স্থায়ী ও ৫টি ভ্রাম্যমাণ কেন্দ্রসহ মোট ১ হাজার ৩৫১টি কেন্দ্রে ওই ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি ২ হাজার ৭০২ জন স্বেচ্ছাসেবক কাজ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ,পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযূষ সূত্রধর, মেডিকেল অফিসার ডাঃ সেলিম মিয়া,ডাঃ মোবারক হোসেন,জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ খায়রুল কবির সুমন উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।