ভাষা সৈনিক আহমেদ আলীর ইন্তেকাল

S M Ashraful Azom
0
ভাষা সৈনিক আহমেদ আলীর ইন্তেকাল
সেবা ডেস্ক: ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট আহমেদ আলী ৯৭ বছর বয়সে গতকাল শুক্রবার রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লালি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন।

তিনি পাঁচ মেয়ে ও চার ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

অ্যাডভোকেট আহমেদ আলীর ছোট মেয়ে আইরিন আহমেদ জানান, তার বাবার প্রথম জানাজা ব্রাহ্মণবাড়িয়ার কাজলিয়া গ্রামে তাদের বাড়িতে হবে। পরে আসরের নামাজের পর কুমিল্লা টাউন হল মাঠে দ্বিতীয় জানাজা শেষে শাসনগাছা কবরস্থানে তাকে দাফন করা হবে।

অ্যাডভোকেট আহমেদ আলী ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের গণপরিষদ নির্বাচনে বৃহত্তর কুমিল্লা-৫ (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-৫) আসনের এমএলএ নির্বাচিত হন। তিনি ১৯৫৩ সালে কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি, ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম নির্বাচিত ভাইস চেয়ারম্যান, কুমিল্লার প্রথম ডিসি ছিলেন।

অ্যাডভোকেট আহমেদ আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে কুমিল্লা জেলা প্রশাসন, বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখাসহ বিভিন্ন সংগঠন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top