সূচকের উত্থানে লেনদেন শুরু

S M Ashraful Azom
0
সূচকের উত্থানে লেনদেন শুরু
সেবা ডেস্ক: আগের দুই দিনের বড় পতনের ধাক্কা কাটিয়ে বুধবার উত্থানে ফিরেছে সূচক। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৮২ শতাংশ কোম্পানির দর বেড়েছে। আজ বেলা ১১টা ৪১ মিনিটে ডিএসইতে ৮২ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭৯টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৮২ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ১২১ পয়েন্ট বেড়ে  ১২ হাজার ৪১৬ পয়েন্টে অবস্থান করছে।

এই সময়ে সিএসইতে  ১৩০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top