সুন্দরবনে ৩ শিকারি আটক

S M Ashraful Azom
0
সুন্দরবনে ৩ শিকারি আটক
সেবা ডেস্ক: সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতিকালে তিন চোরা শিকারিকে আটক করা হয়েছে।  রাতে বাগেরহাট পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের পক্ষিদিয়া চর এলাকা থেকে কোস্ট গার্ডের সহযোগীতায় বনরক্ষীরা ওই শিকারিদের আটক করে।

আজ সকালে তাদেরকে শরণখোলা রেঞ্জ অফিসে হস্তান্তর করার পর দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এসময় শিকারিদের কাছ থেকে হরিণ শিকারের কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত ট্রলার, ১২শ’ মিটার জাল, ৫০টি ছিটকা ফাঁদ, ৩০টি নাইলনের দড়ির ফাঁদ, একটি দাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

আটক শিকারিরা হলেন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার গাববাড়িয়া গ্রামের সাইয়েদ মাতুব্বরের ছেলে মিরাজ মাতুব্বর (৩০), একই গ্রামের শাহজাহান খানের ছেলে মুছা খান (২৫) এবং তাফালবাড়িয়া গ্রামের আবুল কালামের ছেলে আ. হাকিম (২০)।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, হরিণ শিকারের প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষিরা কোস্টগার্ডের সহযোগীতায় রাতে অভিযান চালিয়ে পক্ষিদিয়া চর এলাকা থেকে ট্রলার ও হরিণধরা সরঞ্জামসহ তিন শিকারিকে আটক করে।

এব্যাপারে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেক মাহমুদ বাদি হয়ে বন আইনে একটি মামলা দায়ে করেছেন। আসামীদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে রেঞ্জ কর্মকর্তা জানিয়েছেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top