নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন না করার কঠোর নির্দেশ ওয়াবদুল কাদেরের

S M Ashraful Azom
0
নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন না করার কঠোর নির্দেশ ওয়াবদুল কাদেরের
সেবা ডেস্ক: ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের আচরণবিধি লঙ্ঘন না করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে রাজধানীর এলেনবাড়িতে সড়ক পরিবহন ও মহাসড়ক ভবনের আধুনিকরণ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, আচরণবিধি নিয়ে প্রশ্ন থাকতেই পারে। তারপরও যেটা হয়ে গেছে সেটা মানতে হবে। মন্ত্রী-এমপিদের নির্বচনী প্রচার-প্রচারণায় অংশ নেয়ার ক্ষেত্রে যেহেতু বিধি-নিষেধ আছে, সেজন্য দলীয়ভাবে নেতাকর্মীদের আচরণবিধি লঙ্ঘন না করার নির্দেশ দেয়া হয়েছে।

লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে তিনি বলেছেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্রীয় নেতারা অংশ নেয়। সেখানে লেভেল প্লেয়িং ফিল্ডের কোনো প্রশ্ন উঠছে না, আইন লঙ্ঘন হয় না। বাংলাদেশে কেন লঙ্ঘন হবে? সে প্রশ্নের জবাব আমরা আজও খুঁজে পাইনি।

সাধারণ সম্পাদক বলেন, আমি তারপরও বলবো, নির্বাচন কমিশনের যে আচরণবিধি তা আমরা পালন করবো। মন্ত্রী-এমপিরা আচরণবিধি মেনে চলছে। কারণ মন্ত্রী-এমপিদের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোনোভাবে যেন আচরণবিধি লঙ্ঘন করা না হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top