
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: জাতীয় শ্রমিক লীগের শেরপুরের শ্রীবরদীর রানীশিমুল ইউনিয়ন শাখার উদ্যোগে বৃহস্পতিবার রাতে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জাতীয় শ্রমিক লীগের ইউনিয়ন শাখার আহবায়ক ও ইউপি সদস্য মোত্তাকিন মিয়া।
সভায় জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন মজিবর রহমান, জজ মিয়া, আনিছুর রহমান পিন্টু, আমির হামজা, আপেল মিয়া, রফিকুল ইসলাম, মজিবর রহমান, হাবেজ জামাল ও সিরাজুল ইসলাম প্রমূখ। বক্তারা দলের সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী করতে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। পরে দরিদ্র ও অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।