সকল শিক্ষার্থীদের মুজিব আদর্শে গড়ে উঠতে হবে: শিক্ষামন্ত্রী

S M Ashraful Azom
0
সকল শিক্ষার্থীদের মুজিব আদর্শে গড়ে উঠতে হবে শিক্ষামন্ত্রী
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশের শিক্ষার্থীদের মুজিব আদর্শে গড়ে তুলতে হবে। সবাই মুজিব আদর্শে গড়ে উঠলে বাংলাদেশ স্বাবলম্বী হবে। বাংলাদেশকে পরিচিত করে তুলতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষিত জাতিই দেশের ভাগ্য পরিবর্তন করতে পারে।

শনিবার মুজিববর্ষ উপলক্ষে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে নবনির্মিত বঙ্গবন্ধু অ্যাকাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, তোমরা সবাই ভাবতে শেখো যে আমি মুজিব হবো, আমরা সবসময় মানুষের পাশে দাঁড়াবো। আমরা চাই আমাদের সন্তানেরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মুজিব হয়ে উঠবে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আরিফুর রহমান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু।

এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার মো. নজরুল ইসলাম, বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সহসভাপতি টি জামান নিকেতা, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন প্রমুখ।

এর আগে শিক্ষামন্ত্রী ওই শিক্ষা প্রতিষ্ঠানের চারতলা ভিত্তির ওপরে নির্মিত একতলা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top