
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সুস্থ হয়েই মঙ্গলবার হাসপাতাল থেকে সরাসরি চলে আসেন সচিবালয়ে। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তার বাম হাতে ক্যানোলা লাগানো ছিল।
এদিন দুপুর ১২টার দিকে সচিবালয়ে এসে ব্রিফিং করেন সরকারের প্রভাবশালী এ মন্ত্রী। এসময় তিনি কথা বলেন সদ্য সমাপ্ত সিটি নির্বাচন নিয়ে।
তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেয়ার এক পর্যায়ে সাংবাদিকরা জানতে চান, ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন কীভাবে মূল্যায়ন করছেন? জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মূল্যায়ন করার জন্য আমরা ওয়ার্কিং কমিটির মিটিং করবো। প্রধানমন্ত্রী দেশে ফিরে এলে এই মিটিং হবে। সেখানে বিস্তারিত আলাপ-আলোচনা করব।
শ্বাসকষ্ট নিয়ে গত ৩১ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পর্যবেক্ষণের জন্য তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়। স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হওয়ায় শনিবার ওবায়দুল কাদেরকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের রোববার জানিয়েছিলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সুস্থ আছেন। তারপরেও তিনি আরো দুই দিন বিশ্রামে থাকবেন।
সেই বিশ্রাম শেষে মঙ্গলবার হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন ওবায়দুল কাদের।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।