
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: টেকনিক্যাল স্কেলে ও পদমর্যাদার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হাম-রুবেলা টিকা ও সকল প্রশিক্ষণ বর্জনের ঘোষণা দিয়েছেন শেরপুরের স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিগণ। আজ শনিবার সকালে জেলা সিভিল সার্জন অফিসের সামনে এ কর্মবিরতি পালন করেন তারা।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এ্যাসিসটেন্ট এসোসিয়েশন শেরপুর জেলা শাখার সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক জোবাইদুল হক, সদর উপজেলার সভাপতি গোলাম কিবরিয়া, মনিটরিং সেলের রানা প্রমূখ।
বক্তারা বলেন, কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের ডাকে সারাদেশে এই কর্মসূচি চলছে। দাবি বাস্তবায়ন না হলে আগামী ২২ ফেব্রুয়ারী থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। এতে আগামী ২৯ ফেব্রুয়ারি সারাদেশে হাম-রুবেলার টিকা নিয়ে অনিশ্চিত দেখা দিয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।