
গাইবান্ধা জেলা প্রতিনিধি: উত্তরাঞ্চলের বহুল জনপ্রিয় বোনারপাড়া-দিনাজপুরগামি রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বন্ধের এক যুগ পরে পুনরায় চালুর দাবিতে আজ ২৪ ফেব্রয়ারী সোমবার বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার উদ্যোগে রেল স্টেশনের ২নং প্লাটফরমে এক মানববন্ধন কর্মসুচী পালন করে।
মানববন্ধনে রাজনৈতিক নেতৃবন্দ, সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বত:স্ফুর্তভাবে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয়। এ মানববন্ধনে সর্বস্তরের মানুষের দাবীর সাথে একত্বতা ঘোষনা করে মানববন্ধনে অংশ নিয়ে দ্রæত দাবী বাস্তবায়নে দাবী জানিয়েছেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সরোয়ার কবির ।
জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাড. সেকেন্দার আজম আনামের সভাপতিত্বে ও মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফারহান শেখের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জাতীয় পার্টির নেতা শাহজাহান খান আবু, কবি সরোজ দেব, পৌরসভার প্যানেল মেয়র তানজিমুল ইসলাম পিটার, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক খান মো. সাঈদ হোসেন জসিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি আলমগীর কবির বাদল, সাংবাদিক আরিফুল ইসলাম বাবু, রিকতু প্রসাদ, রেজাউন্নবী রাজু, জাহাঙ্গীর কবির তনু, শামীম আল সাম্য, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম, নিরাপদ চিকিৎসা চাই জেলা কমিটির সভাপতি ইয়াসির আরাফাত রুনু, অ্যাড. সালাউদ্দিন কাশেম, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, রওশন হাবীব, মানবাধিকার কর্মী বিজলী বেগম, কায়ছার প্লাবন, সাজ্জাদ হোসেন পল্টন প্রমুখ।
বক্তারা অবিলম্বে রামসাগর ট্রেন চালু, গাইবান্ধা এক্সপ্রেস নামে স্বতন্ত্র একটি এক্সপ্রেস চালু, আন্ত:নগর সকল ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি, রেল স্টেশনের পরিত্যক্ত ২নং প্লাট ফরমটি চালু, প্লাট ফরমের উন্নয়নসহ ট্রেনগুলোর সময়সূচী নির্ধারণে জনগণের চাহিদা ও সুবিধার প্রতি লক্ষ্য রাখার দাবি জানান। অন্যাথায় জনগণের ট্রেন যাত্রা সুবিধা সমূহ গাইবান্ধা রেল স্টেশনে প্রতীকিভাবে সকল ট্রেন অবরোধসহ লাগাতার আন্দোলনের কর্মসূচীর আল্টিমেটাম দেয়া হয়।
উল্লেখ্য, প্রায় এক যুগ আগে মেইল ট্রেন রামসাগর এক্সপ্রেস প্রতিদিন সকাল ৬টায় বোনারপাড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যেতো এবং গাইবান্ধা সদরের বাদিয়াখালী ত্রিমোহনী হয়ে কুপতলা, কামারপাড়া, নলডাঙ্গা, বামনডাঙ্গা, চৌধুরানী, হাসানগঞ্জ স্টেশনের উপর দিয়ে কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুর যেতো। কোন কারণ ছাড়াই দীর্ঘ এক যুগ ধরে ট্রেনটি বন্ধ রয়েছে। এই ট্রেনটি চালু হলে গাইবান্ধাসহ কয়েক জেলার মানুষে দুর্ভোগ লাঘব হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।