বিশ্বাস-অবিশ্বাস আর গভীর রহস্য নিয়ে মুক্তি পাচ্ছে ‘জ্বীন’

S M Ashraful Azom
0
বিশ্বাস-অবিশ্বাস আর গভীর রহস্য নিয়ে মুক্তি পাচ্ছে ‘জ্বীন’
সেবা ডেস্ক: আগামী ১৩ মার্চ বৃহস্পতিবার বিশ্বাস আর অবিশ্বাসের পাশাপাশি গভীর রহস্য নিয়ে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‘জ্বীন’। গতকাল সোমবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার অফিশিয়াল চ্যানেলে প্রকাশিত হয়েছে এ ছবিটির টিজার।

পৃথিবীর অধিকাংশ মানুষ যেখানে বিভিন্ন অশরীরী আত্মা, জ্বীন, পরী, ভূতে বিশ্বাস করে, সেখানে বিজ্ঞান এসবকে তুড়ি মেরে উড়িয়ে দেয়। কিন্তু এমন অনেক ঘটনা ঘটে যেখানে বিজ্ঞানের কোন ব্যাখায় খাটে না। আর তখনই প্রয়োজন হয় ধর্মের ব্যাখার। এমন বিষয় উঠে এসেছে ‘জ্বীন’র ৫০ সেকেন্ডের টিজারে।

এতে দেখা যায় পূজা চেরির উপর অশরীরী কিছু ভর করেছে এবং সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াছে। আর রোশানকে দেখা যায় ভয়ংকর কিছু একটা অনুসন্ধান করছে। টিজারেও আরো বলা হয়, কুরআন যদি বিশ্বাস করো, তাহলে জ্বীন আছে এ কথা তোমাকে বিশ্বাস করতে হবে।

নাদের চৌধুরী পরিচালিত ভৌতিক এ ছবির গল্প তৈরি করা হয়েছে জ্বীনকে নিয়ে। এই ছবির মাধ্যমে অনেকদিন পর বড় পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। তার বিপরীতে জুটি বেঁধেছেন পূজা চেরি। এছাড়াও রয়েছে আরেকটি জুটি রোশান ও মুন।

ছবির পরিচালক নাদের চৌধুরী জানিয়েছিলেন, বেশ বড় ফ্রেমের ছবি ‘জ্বীন’। শুটিং পর্ব দ্রুত শেষ করে এর দৃশ্য সম্পাদনার কাজ হয়েছে কলকাতায়। এরপর ভিএফক্সের কাজ হয় রেড চিলিতে। এর আগে ছবিটির টাইটেল গান প্রকাশিত হয়। এখন এটি মুক্তির জন্য প্রস্তুত ছবিটি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top