লোহাগাড়ায় লায়লা বেগম স্মতি বৃত্তি প্রদান ও স্মরণ সভা

S M Ashraful Azom
0
লোহাগাড়ায় লায়লা বেগম স্মতি বৃত্তি প্রদান ও স্মরণ সভা
লােহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শনিবার (০৮ ফেব্রুয়ারী) বিকাল দারুত তাওহীদ আল ইসলামিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা কনফারন্স হল রুমে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা উপলক্ষে লায়লা বেগম স্মৃতি বৃত্তি-১৯ইং প্রদান ও মরহুম  শিক্ষক মওলানা নজাকত হােসন'র স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দারুল ইরফান একাডেমির চীফ কাে-অর্ডিনেটর মাষ্টার আলহাজ্ব মুহাম্মদ নুরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, দারুত তাওহীদ আল ইসলামিয়া দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা  দ্বীনি তালিমি তরিকার একটি অংশ। দ্বীনি খিদমত, তালিমাত কােরআন ও সুন্নাহর প্রচার, প্রসার, তাবলীগ ও তারবিয়াতর সুমহান লক্ষ্যেই ১৯৯৪ সালে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের তৎকালিন খতিব আওলাদে রাসুল হযরত আলহাজ্ব আল্লামা সৈয়দ আবদুল আহাদ আল মাদানী (রহঃ)এর নামকরণ এবং প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা সুলতান জওক নদভীর পারর্মশক্রমে এ মাদ্রাসা দারুত তাওহীদ আল ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও হেফজখানা, এতিমখানা নাম নামকরণ  করে এ দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়। এ প্রতিষ্ঠানে চট্টগ্রাম-১৫ তথা লােহাগাড়া-সাতকানিয়া সংসদীয় আসনর এমপি, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডশনের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীসহ অসংখ্য প্রখ্যাত আলেম ও হাদীস বিশারদগণ প্রতিষ্ঠান পরিচালনা করেন। বর্তমানে চট্টগ্রাম বাইতুশ শরফ আর্দশ কামিল এম, এ মাদ্রাসার অধ্যক্ষ প্রখ্যাত হাদিস বিশারদ ড. আল্লামা সৈয়দ আবু নােমান সাহেব এটির সভাপতি। তাই নিঃসন্দেহে এটি মকবুল প্রতিষ্ঠান। তিনি মরহুমা লায়লা বেগমের স্মৃতি প্রজ্জলিত রাখার প্রেরণায় পরকালীন মুক্তির উদ্দেশ্য ও শিক্ষা প্রসার লক্ষ্যে তাঁর প্রথম সন্তান মুহাম্মদ ইব্রাহিমের মায়ের নামে “মরহুমা লায়লা বেগম স্মৃতি বৃত্তি” চালু করায়  তিনি তাকে ধন্যবাদ প্রদান করেন।   

তিনি সভার শুরুতে  মরহুম  শিক্ষক মওলানা নজাকত হাসনক স্মরণ করেন এবং তার পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা দেন।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা কারাগারর চীফ মেডিকল অফিসার ডাঃ মােস্তাফিজুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া উত্তম কাজ। আর শিক্ষার্থীদের ভাল শিক্ষিত হতে চাইলে মাতা-পিতা, শিক্ষক ও গুরুজনকে পরম শ্রদ্ধার চােখ দেখা উচিৎ।

পাশাপাশি তাদের ধর্মীয় শিক্ষাও অর্জন করতে হবে। কারণ আত্মার উৎকর্ষ সাধন ধর্মীয় জ্ঞান, ধর্মীয় অনুশাসন মেনে চলা আবশ্যক। তিনিও মরহুম  শিক্ষক মওলানা নজাকত হােসনকে স্মরণ করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন মরহুমা লায়লা বেগম স্মৃতি বৃত্তি ফাউন্ডশনের প্রতিষ্টাতা ও ডােনার এবং আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড এর সিনিয়র ভাইস প্রসিডেন্ট মরহুমা লায়লা বেগমের প্রথম সন্তান আলহাজ্ব মুহাম্মদ ইব্রাহিম। তিনি বলেন তাঁর মাতা মরহুমা লায়লা বেগম একজন আর্দশ গৃহিণী হিসাবে জীবন অতিবাহিত করে ২০১৬ ইং সালে ইন্তেকাল করেন। তাঁর স্মৃতি প্রজ্জলিত রাখার প্রেরণায় পরকালীন মুক্তির উদ্দেশ্য ও শিক্ষা প্রসার উৎসাহ প্রদানের লক্ষ্য তিনি মার নাম “মরহুমা লায়লা বেগম স্মৃতি বৃত্তি” চালু করেন।

প্রধান আলােচক ছিলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার লােহাগাড়া প্রতিনিধি ও লােহাগাড়া প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মাওলানা আবদুল জব্বার ফিরােজ। তিনি বলেন বিশ্বায়নের এ যুগে আমাদের সন্তানদেরকে  মহান আল্লাহর প্রেরিত রাসুল (সঃ) এর আর্দশ ও তার পর্দশিত পথে পরিচালিত করত পারলে অর্থাৎ আমাদর সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার চষ্টা করলে তারা  বিভিন্ন ধরনর মাদক, নেশা থেকে বেচে থাকতে পারবে। তাই পিতা-মাতা তথা শিক্ষক অবিভাবক সকলকে এ ব্যাপারে সর্তক দৃষ্টি রাখতে হবে, অন্যতায় পরে আফসােস করে কােন লাভ হবেনা।

অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপার মাওলানা নুরুল কাদের। বিশেষ অতিথি ছিলেন কলাউজান ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, অগ্রণী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সিনিয়র অফিসার সাইফুল ইসলাম। অত্র মাদ্রাসার সোক্রেটারী ও জাবেদ ক্লথ স্টাের টেরিবাজার চট্টগ্রাম এর পরিচালক আলহাজ্ব জয়নুল আবেদীন, আইটি ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, শিক্ষাবিদ ও ব্যবসায়ী বেলাল মােহাম্মদ, মাওলানা আহমদ কবির পীর সাহব কলাউজান, শিক্ষাবিদ ও ব্যবসায়ী খালাদাদ খাঁন দাখিল মাদ্রাসার সেক্রেটারী আবদুল মালেক শিক্ষাবিদ ও ব্যবসায়ী মাওলানা মাইনুদ্দিন, সাবেক ইউপি সদস্য শামসুল ইসলাম, আল মােস্তাফা হজ্ব কাফেলার পরিচালক আলহাজ্ব মহিউদ্দিন, প্রবাসী ছিদ্দিক আহমদ,  সৈয়দ আহমদ, মাস্তাফা ক্লথ ষ্টােরের মালিক মাওলানা কুতুব উদ্দিন মােঃ ফারুক, এডভােকেট মাঃ হেলাল উদ্দিন, এডভােকেট মাঃ সাইফুল ইসলাম সায়েম, এফএস ডাব্লিউ অফিসার শাহজাহান বিন কবির, সমাজ সেবক আবদুল মােনাফ সিকদার। ব্যবসায়ী সেলিম উদ্দিন,প্রবাসী আবুল মনছুর, মাওলানা নুরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে এতিমখানার শিক্ষক মওলানা ফখরুল ইসলাম শাহেদ,মাওলানা রেজাউল করিম, মাওলানা রুহুল আমিন, মাওলানা আবদুল মােমন, হাফেজ মাঃ আমির হাসেন, হাফেজ মাঃ মামুনুর রশিদ , মাষ্টার সাইফুল ইসলাম, মাষ্টার সাইফুল ইসলাম, শিক্ষিকা নাজমা খানম, , জেসমিন আক্তার, আসমা খানম, জয়নাল আবদীন বাবু , সদস্য যুবনতা আসহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি চট্টগ্রাম জেলা কারাগারের চীফ মডিকেল অফিসার ডাঃ মােস্তাফিজুর রহমানকে সম্মাননা স্বারক তুলে দিয়ে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ ও নগদ অর্থ তুলে দেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top