
প্রেম মানে -------------------।
প্রেম মানে জ্বলন্ত সিগারেট
যাহা শুরুতেই আগুন নিভিলে ছাই,
তাহার চাইতে বেদনা দায়ক যন্ত্রণা
এ ত্রিভুবনে আর নাই।
প্রেম মানে ---------------------।
প্রেম মানে বাড়তি আনন্দ পাওয়া
কিংবা এক মুস্তাকিম ব্যক্তিকে
বজ্রাঘাত দেওয়া।
প্রেম মানে নিজেকে বিলাসিতা করা,
হয়তো প্রেমের নামে কারো
চোখের অশ্ত্রু ঝরা।
প্রেম মানে ---------------------------।
প্রেম মানে পার্কে বসে
আড্ডা মেরে গল্প,
বা কোন দেওয়ানা প্রেমিকের বক্ষে
অনলের সংকল্প,
প্রেম মানে চোখে চোখ রেখে
ইশারায় কথা বলা,
না হয় হিংসার অনলে
অন্যকে দেওয়া জ্বালা।
প্রেম মানে ----------------------------।
প্রেম মানে আনন্দের সাথে
সময় কাটানোর পালা,
কিংবা অতি কৌশলে
দাবার গুটি চালা।
প্রেম মানে ------------------------।
প্রেম মানে বসন্তের ফোটা
রক্তিম গোলাপ চন্দন,
না হয় শশ্মানে পোড়ানো
অসহায় লাশের ক্রন্দন।
প্রেম মানে -----------------------।
প্রেম মানে শীতের সকালে
রৌদ্রে বসে মজার পিঠা খাওয়া,
কিংবা মাঘের সকালে পুস্করিণীতে ভিজে
আদুল গায়ে ভাঙ্গের হাওয়া।
প্রেম মানে স্বপ্নময়
সুখের সংসার গড়া,
না হয় প্রেমের নামে নিজেকে
দাম বাড়িয়ে কেটে পড়া।
প্রেম মানে ------------------------------।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।