
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে গারো ব্যাপ্টিস্ট কনভেনশন বাংলাদেশের ১২৯তম বার্ষিক সাধারণ সভা শেষ হয়েছে। ২০ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি চার দিনব্যাপী উপজেলার হাড়িয়াকোনা ব্যাপ্টিস্ট মন্ডলীতে এ সভা অনুষ্ঠিত হয়েছিলো।
‘বিশ্বাস-ই জীবনের বৈশিষ্ট্য’ মূলসুরের মধ্য দিয়ে এ সভার মূলবচন ছিলো “অবশেষে, হে ভ্রাতৃগণ, যাহা যাহা সত্য, যাহা যাহা আদরণীয়, যাহা যাহা ন্যায্য, যাহা যাহা বিশুদ্ধ, যাহা যাহা প্রীতিজনক, যাহা যাহা সুখ্যাতিযুক্ত, যে কোন সদগুন ও যেকোন কীত্তি হউক, সেই সকল আলোচনা কর’।
![]() |
শেরপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশন বাংলাদেশের সাধারণ সভা |
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মিষ্টার জুয়েল আরেং।
![]() |
শেরপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশন বাংলাদেশের সাধারণ সভায় গারোদের নাচ |
এসময় উপস্থিত ছিলেন গারো ব্যাপ্টিস্ট কনভেনশন বাংলাদেশ জিবিসি’র সভাপতি পাস্টার পংকজ চাম্বু গং, জেনারেল সেক্রেটারী পাস্টর অভয় চিসিম, শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমাসহ জিবিসি’র বিভিন্ন নেতৃবৃন্দ।
![]() |
শেরপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশন বাংলাদেশের সাধারণ সভায় গারোদের বিশেষ নৃত্য |
উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা বলেন, এই চার দিনব্যাপী অনুষ্ঠিত সভায় হিসাব-নিকাস, প্রতিযোগিতা, কনভেনশন ভবিষ্যতে কিভাবে চলবে তা পরিকল্পনা, নতুন নতুন অবগাহিত খ্রীষ্টান তৈরি করা হয়।
![]() |
শেরপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশন বাংলাদেশের সাধারণ সভায় গারোদের নৃত্য |
কনভেনশন পরিচালনার জন্য বিভিন্ন পালক মনোনীত করে অভিষেক দেয়া। অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে কয়েক হাজার খ্রীষ্ট ভক্তরা অংশ গ্রহণ করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।