
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শহীদ শাহ মুতাসিম বিল্লাহ খুররম বীর বিক্রম স্বরণে শেরপুরের শ্রীবরদীতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় বিজয়ী হয়েছে শেরপুর অনুরণ স্পোটিং ক্লাব। পরাজিত হয় শ্রীবরদী স্পোটিং ক্লাব। কাকিলাকুড়া ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজিত ফাইনাল খেলা উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
মোতাচ্ছের হোসেন শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। খেলার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু ছালেহ মো. নুরল ইসলাম হিরু, কাকিলাকুড়া ইউনিয়ন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম ও কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মুত্তাসিম বিল্লাহ শিবলী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাকিলাকুড়া ব্যাডমিন্টন টুর্নামেন্টের সভাপতি মোতাব্বের হোসেন শাহ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাজু। পরে বিজয়ী ও প্রতিদ্ব›দ্বী দলের অধিনায়কদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথি বৃ›দ্বরা। এ সময় এলাকার ছাত্রছাত্রী ও বিভিন্ন বয়সের লোকজন খেলা উপভোগ করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।