
মাহফুজ রহমান, জয়পুরহাট: 'বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ, বেকার মুক্ত হবে বাংলাদেশ' ও 'মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা, বাংলাদেশে বেকার আর থাকবে না'-এই শ্লোগানে জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
২০১৮ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বাদ পড়া চাকরি প্রত্যাশীদের প্যানেলের মাধ্যমে সরাসরি নিয়োগের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সোমবার সকাল ১১ টায় কেন্দ্রীয় মসজিদের সামনের ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন চাকরি প্রত্যাশীরা।
এসময় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্যানেল বাস্তবায়ন কমিটির জেলা সভাপতি আতিকুর রহমান, সহ-সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সম্পাদক মেহেদুল, দিতি মহন্ত, মহাতারা মিনিসহ আরও অনেকেই।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।