
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের তারাকান্দী বাজারে আজ সকালে সড়ক দূর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হলো তারাকান্দী শিমুলতলী এলাকার মৃত গফুর শেখের ছেলে ইলেকট্রিক মিস্ত্রি জাফর শেখ ও একই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী খুকি বেগম ওরফে পেচি। আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, স্থানীয় তারাকান্দি বাজারের মালি শহিদুল ইসলামের স্ত্রী খুকি বেগম প্রতিদিনের মত সকালে বাজার ঝাড়– (পরিস্কার) দিতে নিজ বাড়ী হতে বাজারের উদ্দ্যেশে রওনা হলে পথিমধ্যে অজ্ঞাতনামা একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এদিকে তারাকান্দি বাজারের ইলেকট্রিক মিস্ত্রি জাফর সারারাত কাজ শেষে একই পথ দিয়ে বাড়ী ফেরার পথে এই ঘটনা দেখে ওই গাড়ীটিকে থামাবার চেষ্টা করলে গাড়ীটি তাকেও চাপা দিয়ে দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিকট শব্দ হলে আশপাশের লোকজন এসে মরদেহ দুইটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
এব্যাপারে শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, পুলিশ দ্রæট ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটির সরতহাল করেন। এব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নিতে প্রক্রিয়া চলছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।