রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

S M Ashraful Azom
0

Workshops held for the development of persons with disabilities in Rangpur
সেবা ডেস্ক: এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ (এনসিডিডাব্লিউ) এর উদ্যোগে ১৯/০২/২০২০ ইং তারিখে সকাল ১০:০০ টায় কনফারেন্স রুম, হোটেল ক্যাসপিয়া, ক্যান্টনমেন্ট রোড, রংপুরে “ প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কাজের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব সৈয়দ এনামুল কবির।

প্রধান অতিথির বক্তব্যে বলেন,প্রতিবন্ধী ব্যক্তিরা এখন আর অবহেলিত নয়। সরকার প্রতিবন্ধী মানুষের উন্নয়নে অনেক উদ্যোগ গ্রহন করেছে। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রতিবন্ধী ব্যক্তিদের একদিকে  সীমাবদ্ধতা থাকলেও অন্যদিকে অনেক বেশী সক্ষমতা থাকে। তাদেরকে সুযোগ দিলে উন্নয়নের মূলস্রোত ধারায় সম্পৃক্ত হতে পারেবে। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থাকেও স্ব-স্ব প্রতিষ্ঠানের কার্যক্রমে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে অন্তর্ভু্ক্ত করা এবং অগ্রাধিকার দেয়া প্রয়োজন। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার জন্য আহবান করেন।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী শিক্ষা অফিসার শাহরিনা দিলরুবা, রংপুর এলজিইডি সহকারী প্রকৌশলী সাজ্জাদ হাসনাইন মোঃ হেইকেল, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন, রংপুর এর উর্ধ্বতন সহকারী পরিচালক মোঃ মহব্বত হোসাইন, রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চিফ ইন্সট্রাক্টর (ইলেক্ট্রিক্যাল) নাজমুল হক ও রংপুর প্রেসক্লাব সভাপতি রশিদ বাবু।

এছাড়াও বেসরকারী সংস্থা (এনজিও), সুশীল সমাজের প্রতিনিধি, ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়া প্রতিনিধি, প্রকল্পের স্বেচ্ছাসেবক, প্রকল্প কর্মী ও ডিপিও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ (এনসিডিডাব্লিউ) এর সভাপতি নাছিমা আক্তার। স্বাগত বক্তব্য প্রদান করেন রংধনু জেলা প্রতিবন্ধী অধিকার সংস্থার সহসভাপতি মোঃ নূরে আলম। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনসিডিডাব্লিউ রংপুর ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ হাসানুজ্জামান।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top