ধুনটে প্রবাসিদের বাড়িতে উড়ছে লাল নিশান

S M Ashraful Azom
ধুনটে প্রবাসিদের বাড়িতে উড়ছে লাল নিশান

রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় ৩৮ জন প্রবাসির বাড়িতে উড়ছে লাল নিশান। করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ওই সকল বাড়ির প্রবাসিদের। সাধারণ মানুষকে সচেতন করতে উপজেলা প্রশাসন লাল নিশান উড়িয়ে বাড়ি চিহ্নিত করার পাশাপাশি সকলকে সতর্কভাবে চলাচলের নির্দেশনা দিয়েছেন।

শনিবার দুপুরের দিকে সরেজমিন ধুনট উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসিদের বাড়িতে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের অন্যান্য স্থানের ন্যায় এ উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহন করেছেন। এরমধ্যে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসিদের বাড়িতে লাল নিশান উড়ানোর ঘটনাটি ব্যতিক্রম।

এদিকে বিভিন্ন দেশে কর্মরত ব্যক্তিরা এ উপজেলায় ২০ মার্চ থেকে দেশে আসতে শুরু করেছেন। এ পর্যন্ত ৩৮ জন ব্যক্তি নিজ নিজ বাড়িতে ফিরে এসেছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের হোম কোয়ারেন্টাইনে অবস্থান করতে বলা হয়েছে। কিন্ত প্রবাসিরা করোনা ভাইরাস সম্পর্কিত সরকারি নির্দেশনা অমান্য করেন। প্রবাসিরা হোম কোয়ারেন্টাইন না মেনে হাট বাজারসহ বাইরে ঘুরে বেড়াচ্ছিলেন। এতে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে এই সিদ্ধান্ত নিয়েছন উপজেলা প্রশাসন।

উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে প্রবাসিদের বাড়িতে লাল নিশান উড়িয়ে দেওয়া হয়েছে। ওই লাল নিশানা দেখে সাধারণ মানুষ এখন নিজের নিরাপত্তার কথা মাথায় রেখে ওইসব বাড়িসহ সেখানকার লোকজনকে এড়িয়ে চলছেন।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রবাসিদের হোম কোয়ারেন্টাইনে রাখার সরকারি নির্দেশনা মোতাবেক তাদের বাড়িতে লাল নিশান উড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত বাস্তবয়নের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁরা প্রবাসিদের বাড়িতে লাল নিশান উড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top