
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: করোনা প্রভাবে তৃতীয় দিনের মতো শেরপুরে চলছে লকডাউন।
কোন যানবাহন চলাচল না করায় জেলা শহরে চলছে সুনসান নিরবতা। এমন নিরবতা বিরাজ করছে জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও নকলা উপজেলাতেও। ওষুধ ও নিত্য প্রয়োজনীয় জিনিসের কিছু দোকান খোলা থাকলেও বাকী সব দোকান বন্ধ। ফলে চেনা শহর যেনো অচেনা শহরে পরিণত হয়েছে। রাত হলে যেনো রুপ নেয় ভুতুরে । তবে গ্রামাঞ্চলে কোথাও কোথাও এখনো চায়ের দোকানে চলছে মানুষের আড্ডা।
এদিকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগসহ সামাজিক সংগঠনগুলো সচেতনার কার্যক্রম চালাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত। জেলায় এখন পর্যন্ত কারোনা আক্রান্ত কোন রোগী চিহ্নিত হয়নি। তবে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৭২ জন, আর হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে ৬৭ জনের।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
