দেশের স্থলবন্দর দিয়ে প্রবেশ নিষিদ্ধ হলো বিদেশিদের জন্য

S M Ashraful Azom
দেশের স্থলবন্দর দিয়ে প্রবেশ নিষিদ্ধ হলো বিদেশিদের জন্য

সেবা ডেস্ক: বাংলাদেশে প্রাণঘাতি করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় ১০ দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করার পর এবার সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে শনিবার এ বিষয়ে একটি নির্দেশনা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠানো হয়েছে। রোববার থেকেই এই নির্দেশনা কার্যকর হচ্ছে। তবে স্থলবন্দর কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কোনো নির্দেশনা হাতে পায়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন শাখার সিনিয়র সহকারী সচিব মনিরা হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে করোনা প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এজন্য বাংলাদেশের অভ্যন্তরে করোনাভাইরাসের অধিকতর সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রোববার থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাংলাদেশের চালু সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করা হলো।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top