বকশীগঞ্জে করোনা নিয়ে প্রশাসনের সতর্কতা, মাস্ক বিতরণ

S M Ashraful Azom
বকশীগঞ্জে করোনা নিয়ে প্রশাসনের সতর্কতা, মাস্ক বিতরণ

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সতর্কবস্থায় রয়েছে প্রশাসন। প্রতিদিন উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। সেই সাথে প্রতিটি বিদেশ ফেরত ব্যক্তির বাড়ি পরিদর্শন করা হচ্ছে।

কোথাও জনসমাগম দেখলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণের জন্য উপজেলা প্রশাসন রাত ৮ টার মধ্যে সকল প্রকার দোকান পাট রাখার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। তবে ঔষুধ বিক্রেতা ও ফার্মেসী এর আওতামুক্ত রাখা হয়েছে।

২৪ মার্চ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে মাস্ক বিতরণ করেছেন।

অপরদিকে একই দিন বকশীগঞ্জ উপজেলার কলেজ পড়–য়া ছাত্রদের উদ্যোগে রিকশা চালক, ভ্যান চালকদের মাঝে ১৫০ টি মাস্ক বিতরণ করা হয় এবং করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top