
সেবা ডেস্ক: সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সব পরীক্ষা আগামী ১৮ মার্চ বুধবার থেকে ৩১ মার্চ মঙ্গলবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ সোমবার পিএসসির এক সভা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।
করোনাভাইরাসের প্রভাবেই এ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে পিএসসির এক নীতি নির্ধারক জানিয়েছেন। তিনি জানান, পরবর্তীতে পরীক্ষার তারিখ জানিয়ে দেয়া হবে।
এদিকে করোনাভাইরাসের প্রেক্ষাপটে আগামীকাল মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
