
ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে অমানুষিক নির্যাতন ও মিথ্যা মামলার ঘটনায় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ৩জন ম্যাজিষ্ট্রেটকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব কে.এম.আল আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানাযায়, জেলা প্রশাসকের সিনিয়র সহকারি কমিশনার নাজিম উদ্দিন(১৭৪৪২), সহকারি কমিশনার রিন্টু বিকাশ চাকমা (১৮২২৯) এবং সহকারি কমিশনার এস এম রাহাতুল ইসলাম (১৮৪৬৭) কে পরবর্তি পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
প্রজ্ঞাপনে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়।

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
