
জামালপুর সংবাদদাতা: জামালপুরের সরিষাবাড়ীতে চাপাতি ও মদসহ মো. বিপ্লব (২৫) নামক একজনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার দুপুরে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত মো. বিপ্লব পৌর এলাকার ধানাটা (কাঠিয়ারবাড়ি) গ্রামের মো. দুলালের ছেলে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯.৩০টার দিকে নায়েক সুবেদার মির্জা রাশেদুল আলমের নেতৃত্বে র্যাব-১৪ ধানাটা (কাঠিয়ারবাড়ি) এলাকায় অভিযান চালিয়ে মো. দুলালের ছেলে মো. বিপ্লবকে এক লিটার মদ ও একটি চাপাতিসহ গ্রেফতার করে। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান বলেন, ‘গ্রেফতারকৃত বিপ্লবকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।