
গাইবান্ধা জেলা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ ৮ মার্চ রোববার বিকেলে পৌর শহীদ মিনার চত্বরে এক সমাবেশে বছর জুড়ে ৩১ দফা কর্মসূচী পালনের ঘোষণা দেয়া হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হুইপ মাহাবুব আরা বেগম গিনি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, কৃষি সম্পাদক একেএম মহিবুল হক সরকার মোহন, উপ-প্রচার সম্পাদক তানজিমুল ইসলাম জামিল, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এমারুল ইসলাম সাবিন, মোশারফ হোসেন দুলাল, খাইরুল ইসলাম, আসিফ সরকার, আব্দুল করিম, ফারুক হাসান, আবু বকর কাজল, শাহনেওয়াজ পলাশ, জান্নাতুল ফেরদৌস কানন, খন্দকার তানভীর রায়হান তুহিন, রেজাউল করিম রেজা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।