
সেবা ডেস্ক: অস্ট্রেলিয়া থেকে প্রশিক্ষণ শেষ করে দেশে ফেরা নিম্ন আদালতের ৩০ জন বিচারককে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ডা. রেজাউল করিম এ তথ্য জানান।
অধস্তন আদালত ব্যবস্থাপনা শক্তিশালীকরণে আইন ও বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় শর্ট কোর্সে অংশ নিতে ১ মার্চ নিম্ন আদালতের বিভিন্ন পর্যায়ের এই বিচারকরা অস্ট্রেলিয়া যান।
জানা গেছে, বিদেশফেরতদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনার অংশ হিসেবে তাদের সেখানে রাখা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন