
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় প্রয়োজনে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয়া হবে। প্রয়োজনে দেশের কিছু কিছু জায়গা শাটডাউন করা হবে বলেও জানান তিনি।
বুধবার সকালে সচিবালয়য়ে সাংবাদিকদের একথা বলেন সেতুমন্ত্রী।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা মোকাবিলায় প্রয়োজনীয় মাস্ক, ওষুধ, কিটসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে। সবার অভিন্ন শত্রু হিসেবে সম্মিলিত প্রচেষ্টায় করোনা মোকাবিলা করবো।
দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত ১১ জন আক্রান্ত হয়েছেন। দেশের বিভিন্ন স্থানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন অনেকে। তারা সবাই বিদেশ ফেরত।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন