বাঁশখালীর কাহারঘোনায় জায়গা জমির বিরোধে সংঘর্ষ: মহিলাসহ আহত ১০

S M Ashraful Azom
বাঁশখালীর কাহারঘোনায় জায়গা জমির বিরোধে সংঘর্ষ মহিলাসহ আহত ১০
বাঁশখালী সংবাদদাতা: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম কাহারঘোনা পরান সিকদার বাড়ী এলাকায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে ১জন চমেকে ১ জন বাঁশখালী হাসপাতালে, বাকিরা ব্যক্তিগত ভাবে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। জানা যায় ,সোমবার রাতে সরল ইউনিয়নের পশ্চিম কাহারঘোনা পরান সিকদার বাড়িতে জায়গা জমির পুর্ব শক্রুতার জের ধরে কথা কাটাকাটি ঘটনা হয়। তা নিয়ে সংঘর্ষের রুপ নিলে দেশীয় অস্ত্র নিয়ে একে অপরকে হামলা করে।

এতে মহিলা সহ আহত হয়েছে ১০ জন। এ ঘটনায় আশংকাজনক অবস্থায় আহমদ আলীর ছেলে আবুল কাসেম (৫৮) চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের ফাতেমা জিন্নাহ (৪৫) কে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত  আবুল হাশেম (৫৩), আবুল বশর (৫০), আবুল বশরের স্ত্রী সাদেকা বেগম (৪১) মো: জকরিয়া (৪৫), মো: তারেক(২০) মোঃ এমরান (২০),আব্দুর রহমান (৬২), মোঃ ওসমান (২৩), হাবিবুর রহমান(৫০) ও মোঃ আরিফ (২৬) প্রাথমিক চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায় শিক্ষক মাওলানা ইব্রাহিম সিকদারের অন্যত্র বাসা বাড়ি নিয়ে থাকায় তার ভাই আবুল কাশেম সিকদার তার ভিটাবাড়ি দেখা শুনা করে। ভিটা সংলগ্ন হাবিবুর রহমান গংরা ভিটাবাড়ি জায়গা নিয়ে প্রায় সময় বিরোধ করে আসছিল। তা নিয়ে বাঁশখালী থানায় পুর্বে মামলা ও চলমান রয়েছে।

বাঁশখালী হাসপাতালের জরুরী বিভাগে কমরর্ত চিকিৎসক ডা. আসিফ চৌধুরী বলেন, সরল কাহারঘোনা এলাকায় সংঘর্ষের ঘটনায় আহতরা বাঁশখালী হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। আশংকাজনক অবস্থায় ১ জনকে চমেকে প্রেরন এবং ১ জনকে  ভর্তি রাখা হয়েছে।’ অন্যান্যরা প্রাথমিকভাবে চিকিৎসা গ্রহন করেছেন।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদার বলেন, সরল ইউনিয়নের কাহারঘোনা এলাকায় মারামারির ঘটনার খবর পেয়েছি। তাদের আগে থেকে জায়গা জমি নিয়ে বিরোধ ও মামলা রয়েছে। পুর্বের ঘটনার জের ধরে এ ঘটনা হতে পারে। এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলেই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top