
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ব্যক্তিগত ও সরকারিভাবে অসহায় ,দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ ও খাদ্য সামগী বিতরণ অব্যাহত রেখেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
টানা চার দিনের মত মঙ্গলবারও দুই শতাধিক ব্যক্তির মাঝে ১০ কেজি করে চাল, ১ কেজি করে ডাল, ১ টি সাবান বিতরণ করেছেন।
উপজেলা পরিষদ চত্বর , বকশীগঞ্জ নামাপাড়া,মেরুরচর ইউনিয়নের টুপকার চর এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, শামসুল আলম, সাইফুল ইসলাম রেজভী, মোতালেব হোসেন, আবুল কালাম আজাদ সুলতান উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জে আওয়ামী লীগ নেতা খোকনের হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
জামালপুরের বকশীগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে মঙ্গলবার স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোফাখখার হেসেন খোকন শতাধিক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন।
তিনি পৌর শহরে ঘুরে ঘুরে বিভিন্ন পথচারী, রিকশা চালক ও অসহায় ব্যক্তির মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।
