
সেবা ডেস্ক: করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না,সচেতন হোন।আজ শনিবার সকালে বকশীগঞ্জ পৌরসভার টিএনটি রোডের নিজ বাসভবনে এক সংবাদসম্মেলনে বকশীগঞ্জ উপজেলাবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।
তিনি করোনা ভাইরাস সাবিক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
তিনি আরো বলেন,করোনা ভাইরাস আতঙ্কে আজ সারা বিশ্ব। বকশীগঞ্জেও এর ব্যাপক প্রভাব পড়েছে। করোনা মোকাবেলায় কাজ করছে সরকার। সরকারের নির্দেশে স্থানীয় প্রশাসন সার্বক্ষনিক মাঠে কাজ করছে। জনগনকে সচেতনতার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড,ওসি ও স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলে নিরলস কাজ করে যাচ্ছেন।
স্থানীয় জনপ্রতিনিধিসহ আমরাও মাঠে কাজ করছি। করোনা ভাইরাস সংক্রমণ রুখতে আপনারা সরকারের নির্দেশনা মেনে চলুন। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহির হবেন না। এই দূর্যোগকালীন সময়ে ঘর থেকে বের না হয়ে স্থানীয় প্রশাসনকে সার্বিকভাবে সহায়তা করুন। মনে রাখবেন আমরা ঐক্যবদ্ধভাবে সরকারের নির্দেশনা মেনে চললেই করোনা নামক ভাইরাস থেকে নিজে সুরক্ষিত থাকতে পারবো,অন্যকেউ সুরক্ষিত রাখতে পারবো। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন।
ইতোমধ্যে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ যাতে কষ্টে না থাকে সেজন্যে তালিকা প্রনয়ন করা হচ্ছে। পর্যাপ্ত বরাদ্ধ দিয়েছেন সরকার। আপনারা শুধু সরকারী নির্দেশনা মেনে সরকারকে সহায়তা করুন। আল্লাহর রহমতে এই সঙ্কট আমরা কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ। তিনি দলীয় নেতাকর্মীকে যার যার অবস্থান থেকে এলাকার মানুষের পাশে দাড়াঁনোর আহবান জানান।
করোনা ভাইরাস নিয়ে গুজবকারীদের বিরুদ্ধে তিনি বলেন,গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি,প্রশাসনে অস্থিরতা ও সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টায় লিপ্ত হবেন না।
তিনি আরো বলেন,স্থানীয় প্রশাসনের সাথে থেকে আমরা অবস্থার পর্যবেক্ষন করছি। স্থানীয় সাংসদ জননেতা আলহাজ আবুল কালাম আজাদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদের নের্তত্বে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সব সময় আপনাদের পাশে আছে,পাশে থাকবে। ভয়ের কিছু নেই আমরা আপনাদের সার্বিক সহযোগীতা করবো। এই দূর্যোগকালীন সময়ে আপনাদের যা যা দরকার সরকার আপনাদের জন্য সব কিছু করবে। আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করুন। প্রয়োজনে আপনাদের ঘরে ঘরে খাবার পৌছেঁ দেয়া হবে। উপজেলা আওয়ামীগ সাধারণ সম্পাদকের এ সংবাদ সম্মেলনের পর উপজেলা আওয়ামীলীগ ও অন্যান্যসংগঠন এবং উপজেলাবাসীর মাঝে টনিক হিসাবে কাজ করছে বলে মনে করছে সচেতনমহল।
এ সময় আওয়ামীলীগ নেতা ইয়াসিন তালুকদার,যুবলীগ নেতা শামীম খন্দকারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
