ঘাটাইলে ব্যক্তি উদ্যোগে দুস্থ অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

S M Ashraful Azom
ঘাটাইলে ব্যক্তি উদ্যোগে দুস্থ অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে চলাচল সীমিত করা হয়েছে। এতে নিম্ন-আয়ের মানুষরা বিপদে পড়েছেন। যারা দিন আনে দিন খায়- তারা সবচেয়ে বিপদে পড়েছেন। এ সব মানুষের দুর্ভোগ কিছুটা কমাতে ঘাটাইল জনতা ব্যাংকের  বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল ্পৌর শাখার  সভাপতি ও ঘাটাইল জনতা ব্যাংকের ম্যানাজার  শামসুল হুদা চৌধুরী তার ব্যক্তি উদ্যোগে এগিয়ে এসেছেন।

তিনি আজ শনিবার দুপুরে ঘাটাইল পৌর সভার পশ্চিম পাড়া নিজ বাসা থেকে  দুস্থ  অসহায় মানুষদের বাসায় ডেকে এনে তাদের  মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। তিনি  ৫জন গরীব ও দুস্থ মানুষদের মধ্যে চাল, ডাল, আলু ও তেল বিতরণ করেন।
এসময় তিনি বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহŸানে সাড়া দিয়ে ঘাটাইলের সবাইকে এগিয়ে আসতে হবে। মানুষ মানুষের জন্য। আপনার-আমার সামান্য সহযোগীতায় অসহায় মানুষের মুখে হাসি ফুটবে।  আজ থেকে গরীব, অসহায় মানুষের জন্য খাদ্য বিতরণ কর্মসূচি শুরু করলাম। এ কাজ অব্যাহত থাকবে। বঙ্গবন্ধুর দেশে কেউ না খেয়ে মারা যাবে না। সম্মিলিত সহযোগীতায় আমরা করোনার কারণে যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের পাশে দাঁড়াবো  ইনশাল্লাহ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top