বকশীগঞ্জে করোনাভাইরাস সচেতনতায় ব্র্যাকের মাইকিং

S M Ashraful Azom
বকশীগঞ্জে করোনাভাইরাস সচেতনতায় ব্র্যাকের মাইকিং
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালাচ্ছেন বেসরকারি সংস্থা ব্র্যাক।

শনিবার ব্র্যাকের বকশীগঞ্জ এলাকা কার্যালয়ের উদ্যোগে মাইকিংএর মাধ্যমে বকশীগঞ্জ পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে এই প্রচারণা চালানো হয়।

লোক সংগীত শিল্পী কুদ্দুস বয়াতির পরিবেশিত সচেতনতামূলক বিভিন্ন গান ও সচেতনামূলক বিভিন্ন শব্দ ব্যবহার করে প্রতিদিনই এই প্রচারণা চালানো হচ্ছে।

এছাড়াও করোনাভাইরাস প্রতিরোধে নিজ নিজ ঘরে অবস্থান করা, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়া, মুখে মাস্ক ব্যবহার করা, সাবান দিয়ে বেশি বেশি হাত ধোয়া সহ বিভিন্ন কায়দায় জনসাধারণকে সচেতন করা হচ্ছে।

ব্র্যাকের বকশীগঞ্জ এলাকা কার্যালয়ের এলাকা ব্যবস্থাপক (দাবি) আমজাদ হোসেন জানান, বকশীগঞ্জ ব্র্যাকের এলাকা কার্যালয়ে উদ্যোগে প্রতিদিনই করোনাভাইরাস সম্পর্কে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। প্রতিদিন ৫ টি অটোরিকশায় করে মাইক এর মাধ্যমে জনসাধারণকে সচেতন করা হচ্ছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top