মুজিবপাড়া দুঃস্থ কল্যাণ সংস্থার মানবিক সহায়তা বিতরণ

S M Ashraful Azom
মুজিবপাড়া দুঃস্থ কল্যাণ সংস্থার মানবিক সহায়তা বিতরণ
স্টাফ রিপোর্টার: মানুষ মানুষের জন্যে- জীবন জীবনের জন্যে.. কাজিপুরে এই প্রতিপাদ্যে অসহায়ের পাশে থেকে কাজ করে যাচ্ছে মুজিপাড়া দুঃস্থ কল্যাণ সংস্থা।

দেশব্যাপী করোনা আতঙ্কে পুরো কাজিপুর যখন থমকে গেছে , মানুষ যখন কাজের জন্যে বেরুতে পারছে না: এমন অবস্থায় মানবিক সমহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ালো এই সংস্থাটি। শনিবার তারা ৫০টি পরিবারের মাঝে খাবার ও নগদ টাকা বিতরণ করেছে।

মুজিব পাড়া দুঃস্থ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শুভগাছার রাজু আহমেদ ও ধর্মীয় সম্পাদক মোতালেব হোসেনের  প্রচেষ্টায় নাটুয়ারপাড়া, গান্ধাইল, শুভগাছা গ্রামের ৫০ টি হতদরিদ্র পরিবারের হাতে তুলে দিলেন প্রায় চল্লিশ হাজার টাকার সামগ্রী ও নগদ সহায়তা। এই সামগ্রীর মধ্যে ছিলো, চাল ডাল, আলু,তেল,লবণ ও সাবান।

বিতরণ কাজে অংশ নেন মুজিব পাড়া দুঃস্থ কল্যাণ সংস্থার সভাপতি শাহ আলম, সদস্য মোকতাল হোসেন, নাটুয়াপাড়া প্রতিনিধি কবির মাহমুদ প্রমুখ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top