করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মৃত্যু

S M Ashraful Azom
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মৃত্যু
সেবা ডেস্ক: বাংলাদেশে প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। সত্তর বছর বয়সী এই ব্যক্তি বিদেশ ফেরত প্রবাসীদের সংস্পর্শে এসেছিলেন বলে জানিয়েছেন, জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বুধবার রাজধানীর মহাখালীর আইইডিসিআরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে প্রতিদিনের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, যিনি মারা গেছেন তিনি ডায়েবেটিস ও কিডনি সমস্যায় আক্রান্ত ছিলেন। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। গতকাল মঙ্গলবার তিনি মৃত্যুবরণ করেন।

তিনি জানান, করোনাভাইরাসে নতুন করে আরো চার ব্যক্তি আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে করোনা লক্ষণ উপসর্গ মৃদু।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে। যারা চিকিৎসাধীন, তারা মোটামুটি সুস্থ আছেন। তাদের মধ্যে এক ব্যক্তির উচ্চ রক্তচাপ। আরেকজন আগে স্ট্রোক করেছেন।

তিনি আরো বলেন, আইসোলেশনে ১৬ ব্যক্তিকে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৪২ ব্যক্তিকে।

এ সময় করোনা নিয়ে হটলাইনে অপ্রয়োজনীয় ফোন না দেয়ার জন্য অনুরোধ করেন ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, তথ্য এসেছে- আমাদের হটলাইনগুলোতে করোনাভাইরাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন অনেক ফোনও আসে। সে সব অপ্রয়োজনীয় ফোনের কারণেই আমাদের হটলাইন অনেক সময় ব্যস্ত দেখায়। তাই অপ্রয়োজনে হটলাইনে ফোন না দিলেই ভালো হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top