
দেওয়ানগঞ্জ প্রতিনিধি: আজ বৃহস্পতিবার ১২মার্চ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলাধীন ৭ টি ইউনিয়নের "লাইভস্টক সার্ভিস প্রভাইডার (এল এস পি) দের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
প্রাণিসম্পদ উন্নয়নে সেবার মান কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে গত অর্থ বছরে লাইভস্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলডিডিপি) এর আওতাধীন দেশের বিভিন্ন উপজেলার ন্যয় দেওয়ানগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নে একজন করে এলএসপি নিয়োগ করা হয়।
তাদের যাতায়াত সুবিধার্থে প্রত্যেককে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস এম উকিল উদ্দিন, দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইউনুস আলী, এলইও ডাঃ মোঃ নাঈম হোসাইন, এলএফএ মোঃ আরিফুল ইসলাম ও এলএফএ মোঃ তারিকুল ইসলাম প্রমূখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।