দেওয়ানগঞ্জে ‘সময়ের বাতিঘর’ এর করোনা সচেতনতার লিফলেট বিতরণ

S M Ashraful Azom
দেওয়ানগঞ্জে 'সময়ের বাতিঘর' এর করোনা সচেতনতার লিফলেট বিতরণ
জহুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:  সময়ের বাতিঘর সেচ্ছাসেবী সংগঠনটি মঙ্গলবার করোনাভাইরাসের মহামারী সম্পর্কে গ্রামের অসচেতন মানুষ কে সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরন করে। সংগঠনের সদস্যগণ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর মাস্টার পাড়া, চরমাদার, চেংটিমারী, পাথরের চর এলাকায় লিফলেট বিতরণ করেন এবং এই ভাইরাসের ঝুঁকি এড়িয়েও চলতে করনীয় কি সেটা মানুষ কে বুঝিয়ে বলে।

সংগঠনটির স্লোগান: 

"চলব মোরা একসাথে, জয় করবো মানবতাকে" 


সংগঠন এর সভাপতি(ভারপ্রাপ্ত) চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এর শেষ বর্ষের ছাত্র মেহেদী হাছান রাসেল জানান যে, কেউ চাইলে সেচ্ছাসেবী সংগঠনের সদস্য হতে পারে। সদস্য হওয়ার শর্ত  সর্বপ্রথম ১০০ টাকা দিয়ে একটি ফরম পুরণ করতে হবে।

সংগঠনটি ২০১৮ সালের ৭ ডিসেম্বর আত্মপ্রকাশ হয়। তারা জনসচেতনতামূলক কাজ করে থাকে।

উল্লেখযোগ্য কাজ হলোঃ বাৎসরিক তাফসির করা, মাদক মুক্ত সমাজ গড়া, বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা, পাঠাগার স্থাপন, এছাড়াও তাৎক্ষণিকভাবে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করে থাকেন।

সংগঠনের অন্যান্য সদস্যরা যারাঃ

মোখলেছুর, রমিজ, রায়হান, রকিব, রায়হান, মনির, আতিক, জুয়েল, আশিক, সোহাগ, সাইম, রাজু, নুর-ইসলাম, সালমানশাহ, মারুফ, মিল্লাত, সজীব,আমিন, সুমন, রাসেল, নুর-ইসলাম, সালমানশাহ সহ মোট ৩১জন সদস্য রয়েছেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top