
স্টাফ রিপোর্টার: মানুষ মানুষের জন্যে- এই প্রতিপাদ্যে কাজিপুরের চরাঞ্চলের মনসুর নগর ইউনিয়নে করোনা সচেতনতায় মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট।
শুক্রবার বিকেল ও শনিবার সকালে এই মাস্ক বিতরণ কার্যক্রমে অংশ নেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট মনসুর নগর ইউনিয়নের সভাপতি ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাংবাদিক মানিক মিয়া।
ইউনিয়ন আ.লীগের সহ সভাপতি নুরুল ইসলাম মাস্টার, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, শাহিন মিয়া, লিখন আহম্মেদ, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এরশাদ আলী, বেলাল হোসেন প্রমূখ।
উল্লেখ্য জোটের কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট গীতিকার কাজিপুরের সন্তান শেখ শাহ আলমের অর্থায়নে পুরো উপজেলায় ৬ হাজার মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
