বকশীগঞ্জে মাহমুদুল আলম বাবুর উদ্যোগে রাস্তাঘাটে জীবাণুনাশক স্প্রে

S M Ashraful Azom
বকশীগঞ্জে মাহমুদুল আলম বাবুর উদ্যোগে রাস্তাঘাটে জীবাণুনাশক স্প্রে

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে করোনাভাইরাসের সংক্রমণ রোধে জীবাণুনাশক পানি শনিবার স্প্রে করা হয়েছে।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর উদ্যোগে কামালের বার্ত্তী বাজার, গাজীরপাড়া বাজার, বটতলা মোড়, দাসের হাট সহ বিভিন্ন সড়কে দিনব্যাপি জীবাণুনাশক পানি স্প্রে করা হয়।

এ সময় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার ইউনিয়ন পরিষদের সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু এর আগে বিভিন্ন গ্রামের মানুষের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেছেন। এছাড়াও তিনি প্রতিদিন তার ব্যক্তিগত উদ্যোগে এলাকার অসহায় মানুষকে মাস্ক কিনে দিচ্ছেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top