
বাহুবল প্রতিনিধি: হবিগজ্ঞের বাহুবলে বিএডিসি বিভাগের পরিত্যক্ত ভবন অপসারনের অনাপত্তি না পাওয়ায় বাহুবল মডেল মসজিদের নির্মাণকাজ শুরু করা যাচেছ না। ফলে ঠিকাদারী প্রতিষ্ঠান টানা পোড়নে রয়েছে।
ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে কোর্ট মসজিদের পুরাতন ভবন অপসারনের অনুমতিপত্র দেয়া হয়েছে। বিএডিসির পরিত্যক্ত ভবনটি এ বিভাগের অনাপত্তি সাপেক্ষে অপসারনের অনুমতি দেয়া হয়েছে। অনাপত্তি পত্রপেলেই আর কোন বাধা থাকছেনা।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান জানান মন্ত্রনালয়ের অনুমতি পেয়ে আমরা সাথে সাথেই পুরাতন মসজিদ ভবনটি নিলামে বিক্রি করেছি। বিএডিসির অনাপত্তি পেলেই ভবনটি নিলামের মাধ্যমে অপসারনের ব্যাবস্হা নেয়া হবে এবং মডেল মসজিদের কাজ দ্রুত শুরু হবে।মডেল মসজিদটি বাহুবল বাসীর একটি বড় অর্জন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
