
রফিকুল আলম, ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনট উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের হযরত শাহজালাল (রহ:) জেনারেল হসপিটাল ও ডায়াগণষ্টিক সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখবেন ডা. রবিউল ইসলাম, ডা. জান্নাতুল মাওয়া, ডা. জাহাঙ্গীর আলম ও ডা. রোকেয়া খানম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি। হযরত শাহজালাল (রহ:) জেনারেল হসপিটাল ও ডায়াগণষ্টিক সেন্টারের পরিচালক বাদশা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, ধুনট সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, রবিউল আউয়াল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হেদায়েতুল ইসলাম প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
