বঙ্গবন্ধুর শততম জন্মদিনে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের শ্রদ্ধা

S M Ashraful Azom
 বঙ্গবন্ধুর শততম জন্মদিনে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উদযাপন করেছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট।

মঙ্গলবার সকালে জোটের কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট গীতিকার শেখ শাহ আলমের নেতৃত্বে দলীয় নেতাকর্মিরা ধানমন্ডির ৩২ নম্বর বাসায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় শেখ শাহ আলম বলেন, ‘ যার জন্ম না হলে বাঙালী জাতির স্বাধীনতা এবং বাংলা নামের দেশটির জন্মই হতো না সেই মহান নেতার শততম জন্মদিন উপযাপনের মাধ্যমে নিজেকে ইতিহাসের অংশ করতে পেরে আনন্দ লাগছে।

সেইসাথে আজকের এই দিনে আমরা নতুন করে শপথ নিচ্ছি আমাদের সংগঠন জননেত্রি শেখ হাসিনার সকল ভালো কাজে সবার অগ্রভাগে থেকে সামনের দিনগুলোতে কাজ করবে। সুষ্ঠু সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে জাতির ভাগ্যকে যে অনেক বেশি পরিমাণে সঠিক পথে পরিবর্তন করা যায় এই সত্যকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই।”

এসময় তিনি বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে সামনের পথে চলতে দলীয় নেতাকর্মিদের আহবান জানান।

 এসময় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন দলের সিনিয়র সহ সভাপতি চলচ্চিত্র পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক শ্যামল কান্তি নাগ, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, মহিলা বিষয়ক সম্পাদক শ্যামলী খান, অর্থ সম্পাদক আলভী সরকার, মানবাধিকার সম্পাদক সরকার আলম, সহ ত্রাণ বিষয়ক সম্পাদক ছিদ্দিকুর রহমান, রোকন উদ্দিন পাঠান,  সাগরিকা প্রমূখ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top