
সেবা ডেস্ক: বিদেশ ফেরত কেউ যদি হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা না মানে, ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, জরিমানার বিষয় স্থানীয় প্রশাসনের উপর ছেড়ে দেয়া হয়েছে।
সোমবার রাজধানীর মহাখালীর আইইডিসিআর কার্যালয়ে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
নতুন করে আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে জানিয়ে সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন আক্রান্ত ৩ জনই একই পরিবারের সদস্য।
তিনি বলেন, নতুন করে গত ২৪ ঘণ্টায় ৩ জন আক্রান্ত হয়েছে। আক্রান্ত তিনজনের অবস্থা মৃদু। আক্রান্তের দুইজন শিশু যাদের বয়স ১০ বছরের নিচে।
মোট ২৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে ১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। মোট ৮ জনের মধ্যে করোনাভাইরাস রয়েছে।
এখন আইসোলেশনে আছে ১০ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে ৪ জন। বাংলাদেশে লোকাল ট্রান্সমিশন আছে। যে উপজেলায় লোকাল ট্রান্সমিশন পাওয়া গেছে সেখানে জনাসমাগম নিষিদ্ধসহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে।
আইইডিসিআর আর কোন নমুনা সংগ্রহ করবে না। সরাসরি আইইডিসিআরে না আসতে অনুরোধ করা হয়েছে। হট লাইনে যোগাযোগ করার নির্দেশনা দেয়া হয়েছে। হট লাইনে যোগাযোগ করার পর আইইডিসিআর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করবে। অত্যাবশকীয় নয় এমন সমাবেশ বন্ধ রাখার কথা বলেন তিনি।
করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জনগণের সচেতনতা ছাড়া এমন সংক্রমণ মোকাবিলা করা সম্ভব নয়।
করোনাভাইরাস নিয়ে বিশ্ব পরিস্থিতি তুলে ধরে মীরজাদী বলেন, মোট আক্রান্ত দেশ ১৪৪টি। আরো নয়টি নতুন দেশ আক্রান্ত হয়েছে। ইউরোপের প্রায় সব দেশ থেকে ফ্লাইট বন্ধ করে দেয়া হয়েছে। যুক্তরাজ্যর ব্যাপারে নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
