প্রাথমিক বিদ্যালয়গুলোতে মুজিববর্ষের অনুষ্ঠান স্থগিত: প্রতিমন্ত্রী

S M Ashraful Azom
প্রাথমিক বিদ্যালয়গুলোতে মুজিববর্ষের অনুষ্ঠান স্থগিত প্রতিমন্ত্রী
সেবা ডেস্ক: সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সব অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
সোমবার দুপুরে সচিবালয়ে ব্রিফ করে তিনি এ কথা জানান।

এদিকে, মঙ্গলবার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছে সরকার। আপাতত ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার সংক্রমণ যাতে না ছড়ায়, তাই এ সিদ্ধান্ত। কিন্তু শিক্ষার্থীরা যদি ঘরের বাইরে যায়, তাহলে এ সিদ্ধান্ত কাজে আসবে না। তাই তাদের ঘরের মধ্যে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। গ্রীষ্মের ছুটি, রোজার ছুটির সঙ্গে প্রয়োজনে এ ছুটিকে সমন্বয় করা হবে। তখন ছুটি কমে আসতে পারে।

তিনি বলেন, এ সময় কোচিং সেন্টারগুলোও বন্ধ থাকবে। স্কুল-কলেজ বন্ধ থাকবে মানে এই নয় যে, শিক্ষার্থীরা ঘুরতে যাবে, কোচিংয়ে যাবে। ভাইরাসের সংক্রমণ এড়াতে সবাইকে বাসায় থাকতে হবে।

এইসএসসি পরীক্ষার বিষয়ে ড. দীপু মনি জানান, অবস্থা পর্যবেক্ষণ করছি। কোনো সিদ্ধান্ত নিতে আমরা পিছপা হবো না। এইচএসসি পরীক্ষার কাছাকাছি সময়ে এসে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top