টাঙ্গাইলে অবৈধ চোরাই কাঠ উদ্ধার

S M Ashraful Azom
টাঙ্গাইলে অবৈধ চোরাই কাঠ উদ্ধার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে ধলাপাড়া রেঞ্জের নেতৃত্বে পৃথক স্থান থেকে প্রায় লক্ষাধিক টাকার অবৈধ গজারি ও আকাশমনি গাছ উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল টহল বাহিনীর সহযোগীতায় সম্প্রতি উপজেলার লক্ষিনন্দর ইউনিয়নের বাশতৈল এলাকা থেকে গজারি ও বগা মৌজার বোরহানের চালার নীচে আমতৈল টু সত্তরবাড়ি রাস্তা হতে আকাশমনি গাছের গোল কাঠ মোট ৬১ টুকরা (১৩৯.৯৪ ঘনফুট) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় লক্ষাধিক টাকা।

ধলাপাড়া রেঞ্জের কর্মকর্তা এসএম হাবিবুল্লাহ জানান, গত ১১ ও ৯ মার্চ ধলাপড়া সদর বিট, সাগরদিঘী বিট, দেওপাড়া ও বটতলা  বিটের স্টাফরে নিয়ে উদ্ধার  কাজ  পরিচালনা করা হয়। এ নিয়ে বন মালমা প্রক্রিয়াধীন রয়েছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top