
মো. শাহ্ জামাল, জামালপুর সংবাদদাতা: জামালপুরে করোনা ভাইরাস মোকাবেলায় ১০০ শয্যার কোয়ারেন্টাইন/আইসোলেশন সম্পন্ন করেছে জেলা প্রশাসন ।
মনিরাজপুরে নির্মাণাধীন শেখ হাসিনা মেডিকেল কলেজের ছাত্রী নিবাস থেকে এ রোগের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার জেলা প্রসাশক মোহাম্মদ এনামুল হক কোয়ারেন্টাইন হাসপাতালটির উদ্বোধন করেন।
সিভিল সার্জন ডা: গৌতম রায়, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ বাছির উদ্দিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনা ভাইরাস প্রতিরোধে ১১সদস্যের একটি জেলা কমিটি করা হয়েছে ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় এবং আতংকিত না হবার জন্য প্রচারণা চালানো হচ্ছে। সিভিল সার্জন ডা: গৌতম রায় জানান, করোনা আক্রান্তদের চিকিৎসা জন্য ১০ জন চিকিৎসকের একটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
