জামালপুরে মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন

S M Ashraful Azom
জামালপুরে মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন
জামালপুর প্রতিনিধি : জামালপুরে মুক্তিযোদ্ধা পরিবারের উপর জুলুম নির্যাতন ও প্রাণনাশের হুমকীর প্রতিবাদে প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করা হয়েছে।

আজ দুপুরে ভুক্তভোগী পরিবার ও মুক্তিযোদ্ধাদের আয়োজনে শহরের পাঁচরাস্তা এলাকায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা সন্তান মাহফুজা আক্তার। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ডেপুটি কমান্ডার সুজাত আলী, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কেয়া মনি।

সংবাদ সম্মেলনে বক্তারা উল্লেখ করেন, মেলান্দহ ফুলকুচা গ্রামের জকিরুল ইসলাম দুখু প্রতারণার মাধ্যমে ভূয়া হাসপাতালের কথা বলে বাড়ি ভাড়া নিয়ে সেখানে অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা শুরু করলে তা নিয়ে বাড়ির মালিক মাহফুজা আক্তার বাঁধা দিয়ে উল্টো তার নামে মামলা দিয়ে হয়রানী করছে। সেই সাথে মুক্তিযোদ্ধা এই পরিবারটিকে প্রাণ নাশের হুমকীও দিচ্ছে বলে অভিযোগ করেছে মুক্তিযোদ্ধারা।

এ বিষয়ে জীবন বাঁচাতে ও মামলার হয়রানি থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারটি।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top